রাজনীতি ছাড়ছেন বাবুল! ফেসবুক পোস্ট ঘিরে ঝড় রাজনৈতিক মহলে

author-image
Harmeet
New Update
রাজনীতি ছাড়ছেন বাবুল! ফেসবুক পোস্ট ঘিরে ঝড় রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বাড়ল জল্পনা। প্রশ্ন উঠছে এবার কী তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন? তিনি লেখেন, "অনেকেই বলছেন রাজনীতি ছেড়ে দিতে !! কথা গুলো গভীরভাবে ভাবাচ্ছে আমাকে। রাজনীতিতে কিছু পাওয়ার আশায় বা 'পাওয়ার'-এর আশায় তো আসিনি তাহলে ২০১৪সালে তখন অজানা-অচেনা 'আসানসোল'-এ লড়লাম কেন? জিতেছি - মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী করেছেন, ২০১৯-এ আবার জিতেছি, উনি আবার মন্ত্রী করেছেন।  আজ মন্ত্রী নেই বলে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে?? জীবনে অনেক হার দেখেছি কিন্তু মনটাকে কখনো হারতে দিইনি - হার মানতে শেখায়নি !! কঠিন সময়েও মুখে হাসি রেখেছি - হাল ছাড়িনি কখনো ।"