দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :খড়গপুরে প্রতি বছরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজোর আয়োজন করে নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই বছর ৫৩ তম বর্ষে 'আলাদিন' থিমে আরব্য রজনীকে মণ্ডপে তুলে আনতে তৎপর উদ্যোক্তারা।
পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজোগুলো বাছতে বসে পুজো উৎসাহীরা নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীনকে সাধারণত এড়িয়ে যেতে পারেন না। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল, টানা তিন বছর জেলার 'সেরার সেরা পুজো'র তকমা গিয়েছিল তাদেরই ঝুলিতে। কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে বিগত দুই বছর আয়োজনে কিঞ্চিৎ তাল কেটেছিল। এই বছর তাই সেই খামতি পুষিয়ে পুনরায় স্বমহিমায় পুজো আয়োজন উপস্থাপিত করতে তৎপর নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। দুর্গোৎসব কমিটির সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য্য জানালেন, গত দুই বছরের করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর এই বছরে পুনরায় জেলার সেরা পুজো হয়ে উঠতে তৎপর তারা। তাদের পুজো যে বিখ্যাত এবং পুজোর দিনগুলোতে যে দর্শনার্থীদের ভিড় সামলানো দুষ্কর হয়ে উঠবে সেই বিষয়ে সদস্যেরা অবগত। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহিলা, পুরুষ এবং ভিআইপি দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে পৃথক তিনটি প্রবেশ ও বাইরে যাওয়ার পথ। বসছে সিসিটিভি ক্যামেরা। মন্ডপের সামনের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। রেলশহরে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে খড়গপুরবাসীর দিনগোনা।