New Update
/anm-bengali/media/post_banners/bu4i6D9dY7U8CoQYBGV7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যবসার নিয়ম ভাঙার অভিযোগ, রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টিকে ৩ লক্ষ টাকা জরিমানা SEBI-র। যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর সেই জরিমানা ধার্য করা হয়েছে। নির্দেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে যৌথভাবে এবং সমভাবে সেই জরিমানার টাকা দিতে হবে।ভিয়ান ইন্ডাস্ট্রিজের ( ব্যবসায়িক কাজকর্ম নিয়ে তদন্ত চালায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ২০১৩-র ১ সেপ্টেম্বর থেকে ২০১৫-র ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখা হয়। তাতে দেখা গিয়েছে যে, রিপু সুদান কুন্দ্রা, শিল্পা শেট্টি কুন্দ্রা ও ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেবি রেগুলেশন ২০১৫-র ৭(২)(এ) ও ৭(২)(বি) বিধি লঙ্ঘন করেছে। সে কারণেই তাঁদের ৩ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us