ক্ষতির সম্মুখীন হচ্ছেন পদ্মচাষীরা

author-image
Harmeet
New Update
ক্ষতির সম্মুখীন হচ্ছেন পদ্মচাষীরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট ব্লকে সাগরবাড়, সারদা বসান গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরেই পদ্মের চাষ করে চলছে। গত দুবছর তেমন লাভ করতে পারেননি, এবার তারা অনেকটাই আশাবাদী।তারপর ফোড়েলদের চাপ, চাষিরা চাষ করে বাজারে গিয়ে ফড়েলদের দিয়ে দিতে হয়। নিজেরা বিক্রি করতে পারে না। তবে কেউ কেউ তোরে মাল স্টোরে রেখে অনেকদিন ধরেই ব্যবসা করেন। বর্তমানে ফুলের যা দাম সেভাবে তারা দাম পাচ্ছে না সার, কীটনাশক ঔষধের এতটাই দাম বেড়েছে যে তারা সমস্যায় পড়ছেন। পার্শ্ববর্তী ভোগপুর, দেউলিয়া, কোলাঘাট এইসব জায়গায় ফোড়েলদের হাতে বিক্রি করতে হয়। তাই দাম অনেকটাই দাম কম পান সেই মাল ফোড়েলরা নিয়ে কলকাতায় বিক্রি করেন।



এক একজন এক বিঘা, দু বিঘা, কেউ কেউ চার বিঘা, আবার কেউ ১০- ১২ বিঘা পর্যন্ত এই পদ্ম চাষ করেন।সব খরচ বাদে তেমন কিছু লাভ করতে পারেনি এমনটাই জানালেন কোলাঘাট ব্লকের সাগরবার গ্রাম পঞ্চায়েত এলাকায় সাগরপাড় গ্রাম এবং পার্শ্ববর্তী সারদা বসান গ্রামের বহু মানুষজন, যারা এই চাষের উপর জীবিকা নির্বাহ করে। তারা আশাবাদী, যদি সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য করা হয় তাহলে তারা এই চাষ থেকে আরও ভালো করে করতে পারবেন, চাহিদা মত ফুলও তারা যোগান দিতে পারবেন।মাঝে ফোড়েল থাকার জন্য সরাসরি মার্কেটে বিক্রি করতে পারেনা সে কারণেই ফোড়েল রাই বেশিরভাগ লাভটা করেন সে দিকটা ও সরকারকে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।