নয়ডায় সমস্ত মাংসের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ

author-image
Harmeet
New Update
নয়ডায় সমস্ত মাংসের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ

​নিজস্ব সংবাদদাতাঃ নবরাত্রির নয় দিনের উত্সবকে সামনে রেখে নয়ডায় সমস্ত মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। নবরাত্রির প্রথম দিন, ২৬ সেপ্টেম্বর থেকে দোকানগুলি বন্ধ রয়েছে ৷ নয়ডা পুলিশ উত্সব চলাকালীন দোকানদারদের তাদের দোকান বন্ধ করতে বলেছে বলে অভিযোগ ৷ তবে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো সরকারি আদেশ জারি করা হয়নি বলে জানা গিয়েছে। 

এক মাংসের দোকানদার জানান, স্থানীয় পুলিশ মন্দিরের আশপাশের মাংসের দোকান ও পূজা প্যান্ডেল বন্ধ করে দিয়েছে। পুলিশ নয় দিন দোকান না খোলার নির্দেশ দিয়েছে বলে জানান তিনি। তবে, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কেউই আনুষ্ঠানিকভাবে মাংসের দোকানগুলি বন্ধ করার কোনও নির্দেশ জারি করেনি। দোকানিরা জানান, স্থানীয় পুলিশ কোনো নির্দেশ ছাড়াই তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে।