Durga Puja: দেবীপক্ষে বুকের ওপর ২১টি কলস রেখে ভাইরাল নাগেশ্বর বাবা

author-image
Harmeet
New Update
Durga Puja: দেবীপক্ষে বুকের ওপর ২১টি কলস রেখে ভাইরাল নাগেশ্বর বাবা

 

নিজস্ব সংবাদদাতাঃ
দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। এদিকে নবরাত্রিও শুরু হয়ে গিয়েছে। মা দুর্গার প্রথম রূপ মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। এ দিন কলশিও রাখা হয়। মা দুর্গার ভক্তরা নিজের মতো করে বিশ্বাস করে মায়ের পুজো করছেন। 







এদিকে পাটনায় একজন অনন্য ভক্তও রয়েছেন যিনি বুকের উপর ২১ টি  কলসি রেখেছেন। ২১টি পাত্রের ওজন প্রায় ৫০ কেজি। গত ২৬ বছর ধরে শারদীয়া নবরাত্রিতে ৯ দিন ধরে মায়ের বুকে কলস রেখে মায়ের আরাধনা করে আসছেন মাতার ভক্ত নাগেশ্বর বাবা।