​নিজস্ব সংবাদদাতা: বলিউডের চার জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আলি, সনু নিগম, কৈলাশ খের, বাদশা একসঙ্গে মঞ্চ মাতাবেন শীগ্রই। MTV এর আসন্ন শো ‘Unwind with MTV‘ ​তে এই চার সঙ্গীত শিল্পী তাদের শ্রোতাদের মুগ্ধ করতে আসছেন। আগস্ট থেকে শুরু হওয়ার কথা ‘Unwind with MTV‘।