New Update
/anm-bengali/media/post_banners/nJwcbDhN8AjCYCDpdgZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের এক ঐতিহাসিক কাজ করল নাসা। কার্যত আজকের দিনটা পৃথিবীর জন্য। বহুগুণ বিশ্বের সুরক্ষা বেড়েছে। মহাশূন্য থেকে আসা গ্রহাণুর বিপদ থেকে আগামী দিনে করতে বহু কোটি টাকা করে নাসার মিশন ডার্ট সফল হল। পৃথিবীর কাছে ডাইফরমস গ্রহাণুকে ধাক্কা দিয়েছে নাসার এই মহাকাশযান। আর এই ধাক্কায় ঘূর্ণন বেশ কমতে পারে ১০ মিনিট। আর বিশ্বকে বাঁচাতে এমন ধাক্কা যথেষ্ট বলে দাবি করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us