শহরে ফের মিলল টাকা, কাউন্টিং মেশিন নিয়ে চলল ইডি-র তল্লাশি

author-image
Harmeet
New Update
শহরে ফের মিলল টাকা, কাউন্টিং মেশিন নিয়ে চলল ইডি-র তল্লাশি

নিজস্ব সংবাদদাতাঃ  মাস কয়েক আগে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল নগদ টাকা। আর সম্প্রতি গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে যে পরিমান টাকা উদ্ধার হয়, তাতে কার্যত চমকে যায় কলকাতাবাসী। এবার ফের টাকা গোনার মেশিন নিয়ে শহরের একটি অফিসে প্রবেশ করতে দেখা গেল ইডি আধিকারিকদের। সোমবার কলকাতার লোয়ার রাউডন স্ট্রিটে এক সংস্থার অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। কয়েক ঘণ্টা তল্লাশি চলার পর সেই অফিসে টাকা গোনার মেশিন নিয়ে প্রবেশ করতে দেখা গেল এক ব্যাঙ্ক আধিকারিককে। প্রায় ৬ ঘণ্টা তল্লাশির পর বেরিয়ে আসেন আধিকারিকরা। ইডি সূত্রের খবর, ওই অফিসেও মিলেছে নগদ টাকার হদিশ। সেই কারণেই টানা কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি। তবে কত টাকা উদ্ধার হল, তা এখনও জানা যায়নি। ২২৭ আনন্দলোক বিল্ডিংয়ের তিনতলার ওই অফিস যে সংস্থার, তারা ব্যবসায়িক বিনিয়োগে পরামর্শ দিয়ে থাকে বলে সূত্রের খবর। কোন মামলার তদন্তে এই তল্লাশি, তা স্পষ্ট নয়।