বেলজিয়ামের মন্ত্রীকে অপহরণ পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৪

author-image
Harmeet
New Update
বেলজিয়ামের মন্ত্রীকে অপহরণ পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতাঃ বেলজিয়ামের আইনমন্ত্রীকে অপহরণের পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন হিসেবে চার জনকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। বেলজিয়ামের বিচারমন্ত্রী ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্ন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ‘মাদক মাফিয়া’দের দোষারোপ করেন ভিনসেন্ট ভ্যান কুইকেনবোর্ন। তিনি জানান, বৃহস্পতিবার এক ফোন কলে একজন ফেডারেল প্রসিকিউটর একটি অপহরণের পরিকল্পনার বিষয়ে তাকে সতর্ক করেছিলেন। ভ্যান কুইকেনবোর্ন বলেন, ‘আমাকে আপাতত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে এবং আগামী দিনে কিছু পরিকল্পিত কার্যক্রমে অংশ নিতে পারবো না। এটা আনন্দদায়ক নয়, কিন্তু বোধগম্য।’ তিনি বলেন, ‘আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। এই ঘটনার নেপথ্যের ব্যক্তিদের জন্য বিষয়টি হিতে বিপরীত হয়েছে।’ ভ্যান কুইকেনবোর্ন বলেন, ‘এটি আমার এই বিশ্বাসকে আরও জোরালো করেছে যে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অপরাধীরা ফাঁদে পড়েছে। আমরা আগের চেয়ে বেশি জনবল নিয়ে সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তবে গণতান্ত্রিক শাসনে আমরা কখনও সহিংসতার দিকে ঝুঁকবো না। কখনও না।’ ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, পুলিশ গুরুতর হুমকির বিষয়টি উল্লেখ করে ভ্যান কুইকেনবোর্নের নিরাপত্তা জোরদার করেছে। নেদারল্যান্ডসে আটক হওয়া তিন জনকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।