New Update
/anm-bengali/media/post_banners/5tYaJaqcCWohnHmlzgjX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কিছু ম্যাচ থাকে যেগুলো মনে থেকে যায় অনেক দিন। যেমন গত মরসুমে এটিকে মোহন বাগান বনাম হায়দরাবাদ ফুটবল ক্লাবের ম্যাচ। ২০২১-২২ মরসুমের সেমিফাইনাল, দ্বিতীয় লেগ।
​
একশো মিনিটেরও বেশি সময় চলেছিল ম্যাচ। মরসুমের অন্যতম সেরা ফুটবল খেলেছিল এটিকে মোহন বাগান। ১-০ গোলে জিতেছিল ম্যাচ। তবুও নিতে হয়েছিল বিদায়। কারণ দরকার ছিল তিন গোলের ব্যবধানে জয়। বাগান জিতেছিল ১-০ গোলে। ফলে সেমিফাইনাল থেকে বিফায় নিতে হয়েছিল তাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us