থিমের পাশাপাশি উল্টোডাঙা বিধান সংঘের প্রতিমাতেও বিশেষত্ব

author-image
Harmeet
New Update
থিমের পাশাপাশি উল্টোডাঙা বিধান সংঘের প্রতিমাতেও বিশেষত্ব

নিজস্ব সংবাদদাতাঃ উল্টোডাঙা বিধান সংঘের এবারের দুর্গা পুজোর থিম 'মোক্ষ'। বিভিন্ন উপায়ে মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে চান। মানব জীবনের মুক্তির খোঁজের সেই যাত্রাকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপ সজ্জায়। ব্যবহার করা হচ্ছে প্রচুর মই। প্রতিমার মূর্তিতেও থাকছে বিশেষত্ব। থিমের সঙ্গে সামঞ্জস্য রাখার পাশাপাশি দেবী মূর্তির সঙ্গে দশবতার রূপ দেখতে পাবেন দর্শনার্থীরা।