'আপনার ভাবনা, আমাদের সৃষ্টি ' অভিনব থিম বেহালা বুড়োশিবতলা জনকল্যান সংঘের

author-image
Harmeet
New Update
'আপনার ভাবনা, আমাদের সৃষ্টি ' অভিনব থিম  বেহালা বুড়োশিবতলা জনকল্যান  সংঘের

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ৫ দিন বাকি দুর্গা পুজোর। ইতিমধ্যে চোখে পড়ার মত ভির লক্ষ্য করা গিয়েছে শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের পুজোয়। অন্যদিকে শেষ দিকের প্রস্তুতি পরব চলছে   বেহালা বুড়োশিবতলা জনকল্যান সংঘের পুজো কমিটির।

 এই পুজো কমিটির এই বছরের থিম 'আপনার ভাবনা, আমাদের সৃষ্টি '। শিল্পীদের সম্মান জানাতে এই থিমের কল্পনা করেছেন পুজো উদ্যোগতারা।