New Update
/anm-bengali/media/post_banners/I4CThINcZxv1sj8oIXPU.jpg)
নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার মালায়ালাম অভিনেতা শ্রীনাথ ভাসি। কোচির মারাডু পুলিশ মালায়ালাম অভিনেতা শ্রীনাথ ভাসিকে একটি সাক্ষাৎকারের সময় একজন মহিলা অ্যাঙ্করের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশে অভিযোগ দায়ের করেন অ্যাঙ্কর। আইপিএসের একাধিক ধারায় তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।