এবার জলের তলা দিয়ে জুড়বে কলকাতা- হাওড়া

author-image
Harmeet
New Update
এবার জলের তলা দিয়ে জুড়বে কলকাতা- হাওড়া

নিজস্ব  সংবাদদাতাঃ  কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্তকারী একটি টানেল তৈরির পরিকল্পনা করছে বন্দর কর্তৃপক্ষ । মেট্রো টানেলের মতো এই টানেলটিও হুগলি নদীর তলদেশ দিয়ে যাবে বলে জানা গিয়েছে। এই টানেল তৈরি করা সম্ভব কি না, তা জানতে রডিক কনসাল্টেন্ট নামক এক সংস্থাকে নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ।