New Update
/anm-bengali/media/post_banners/M6yX7lTlWxk1dxs59cIU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দলে তারকার ছড়াছড়ি, তবু শিবিরে ছড়িয়ে ছিল অবনমনের আশঙ্কা। ডেনমার্কের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে ফ্রান্স। উয়েফা নেশনস লিগের শেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। তিনটি ম্যাচে পরাজয় এবং দুটি ম্যাচে ডঃ গোল পার্থক্য মাইনাস দুই। পরের পর্বে যেতে না পারলেও কোনওরকমে অবনমন এরিয়েছেন ফরাসিরা। গ্রুপ ওয়ানের সবার শেষে অবস্থান করছে অস্ট্রিয়া।
France suffer defeat but avoid relegation.#NationsLeaguepic.twitter.com/OML607lFSp
— UEFA Nations League (@EURO2024) September 25, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us