গুজরাট মডেলে ত্রিপুরা শাসন করছে বিজেপিঃ তৃণমূল

author-image
Harmeet
New Update
গুজরাট মডেলে ত্রিপুরা শাসন করছে বিজেপিঃ তৃণমূল

নিজস্ব সংবাদদাতাঃ আজ ত্রিপুরা গিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। আর সেখান থেকেই বিজেপি শিবিরকে এক হাত নিলেন তিনি। এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কী কী বলল শুনে নিন।

'গুজরাট মডেলে ত্রিপুরা শাসন করছে বিজেপি।  বাংলার মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। সংসদে তৃণমূলের কণ্ঠরোধ করছে বিজেপি। ত্রিপুরায় অত্যাচার করছে বিজেপি। নাম অনেক দেখে, এবার ত্রিপুরায় মানুষ কাজ চাইছে। জুলুমবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে। ত্রিপুরার সরকার তৃণমূলকে ভয় পাচ্ছে। ত্রিপুরায় কাজে এসেছিল টিম পিকে। দিল্লি থেকে গ্রেফতারির নির্দেশ দেন শাহ। বিরোধীদের ত্রিপুরায় কথা বলতে দেওয়া হচ্ছে না। বাংলায়  ভয় দেখিয়ে গোহারান হেরেছে বিজেপি। যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, সেখানেই হেরেছে। যে অত্যাচার ত্রিপুরায় হচ্ছে, এখানকার মানুষও বিজেপিকে হারাবে।