মন্ত্রীর আবেদনের নোটিশ জারি করলো হাইকোর্ট

author-image
Harmeet
New Update
মন্ত্রীর আবেদনের নোটিশ জারি করলো হাইকোর্ট


নিজস্ব সংবাদদাতা: ইডি মামলায় দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের দিল্লি আবেদনের নোটিশ জারি করলো দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট জেলা ও দায়রা জজের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের আবেদনের নোটিশ জারি করেছে। 

Delhi court reserves order on ED plea seeking transfer of Satyendar Jain  case

রাউজ অ্যাভিনিউ আদালত ইডি মামলায় জৈনের জামিনের আবেদনে শুনানি সংস্থার আবেদন বিবেচনা করে অন্য বিচারকের কাছে স্থানান্তর করেছে। ফলে এখনও কোর্টের চক্কর কাটতে হবে মন্ত্রীকে।

Satyendar Jain moves HC challenging Delhi court order, hearing on Monday |  The Financial Express