অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের ওপর হতাশ জেলেনস্কি

author-image
Harmeet
New Update
অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের ওপর হতাশ জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার হামলা মোকাবিলায় কিয়েভকে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রযুক্তি দিতে ইসরায়েলের ব্যর্থতায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানে নেমেছে। হামলা প্রতিহতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে উন্নত প্রযুক্তি সামরিক সহযোগিতা চেয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতিমধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ অস্ত্র সরবরাহ করেছে। জেলেনস্কি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন। ইসরায়েলি এই ক্ষেপণাস্ত্রবিরোধী সিস্টেম প্রায়ই গাজার সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছে। জেলেনস্কি বলেন, ‘আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলছি, আমি হতবাক, কারণ আমি বুঝতে পারছি না কেন আমাদের বিমান প্রতিরক্ষা দিতে পারেনি তারা।’