ফের তাইওয়ান প্রণালীতে চিনা চোখ রাঙানি, টহল ১৬ চিনা যুদ্ধবিমান ও ৪ টি নৌ জাহাজের

author-image
Harmeet
New Update
ফের তাইওয়ান প্রণালীতে চিনা চোখ রাঙানি, টহল ১৬ চিনা যুদ্ধবিমান ও ৪ টি নৌ জাহাজের

নিজস্ব সংবাদদাতাঃ  চীনের ১৬টি সামরিক বিমান ও চারটি জাহাজ শনিবার তাইওয়ান প্রণালীর মধ্যম সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শনিবার বিকেল ৫টা পর্যন্ত চীনের সামরিক বাহিনীর ১৬টি বিমান ও চারটি জাহাজকে ট্র্যাক করেছে। একটি মানববিহীন ড্রোন এবং দুটি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) দক্ষিণ-পশ্চিম সেক্টরে প্রবেশ করেছে। 



ড্রোনটি একটি হারবিন বিজেডকে-০০৫ ছিল, যখন দুটি বিমান ছিল শানসি ওয়াই-৮ এন্টি-সাবমেরিন বিমান এবং একটি শানসি ওয়াই-৮ রিকনিস্যান্স বিমান। তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, বিমান ও নৌবাহিনীর জাহাজকে দায়িত্ব দিয়েছে এবং চীনা কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া জানানোর জন্য স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।