ঘাটতি হ্রাস করবে অর্থনৈতিক পরিকল্পনা, জানালেন বাইডেন

author-image
Harmeet
New Update
ঘাটতি হ্রাস করবে অর্থনৈতিক পরিকল্পনা, জানালেন বাইডেন


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার অর্থনৈতিক ঘাটতি হ্রাস করবে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের অর্থনৈতিক পরিকল্পনা। এমনটাই দাবি করেছেন জো বাইডেন। তিনি বলেন, "আমার অর্থনৈতিক পরিকল্পনার জন্য শুধু অর্থ প্রদানই করা হয় না, এর সঙ্গে এটি শত শত বিলিয়ন দ্বারা আমেরিকার অর্থনৈতিক ঘাটতি হ্রাস করবে"। 

It's not what Biden said in the State of the Union, but what he failed to  say | The Japan Times

এছাড়াও তিনি বিরোধীদের খোঁচা দিয়েছেন। তিনি জানান, কংগ্রেসের রিপাবলিকানরা খরচের বিষয়ে যা খুশি কথা বলতে পারে। তবে তিনি এবিষয়ে তাদের গুরুত্ব দিতে নারাজ বলেই জানিয়েছেন।