২০১১ সালের পর সর্বনিম্নে হোঁচট খেল হংকং স্টক

author-image
Harmeet
New Update
২০১১ সালের পর সর্বনিম্নে হোঁচট খেল হংকং স্টক


নিজস্ব সংবাদদাতা: ২০১১ সালের পর সর্বনিম্নে হোঁচট খেল হংকং স্টক। যার ফলে স্টকের মন্দার উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

Hong Kong stock wipeouts highlight governance gaps | Financial Times

 স্থানীয় সময় বিকেল ৩ টে বেজে ১৮ মিনিটে হ্যাং সেং সূচকে ২ শতাংশ পতন ঘটে। যার ফলে সূচক দাঁড়ায় ১৮,০৮৮.৭৭ এ। ২০১১ সালে সূচক নেমেছিল ১.৬ শতাংশ। তবে এরপর এই প্রথম এত নামলো সূচক।