New Update
/anm-bengali/media/post_banners/gsYQ1HU98hI2ez3MM1sP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছে। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এদিকে থিমের জাদুতে সেজে উঠছে শহর থেকে গ্রাম। প্রতি বছরের ন্যায় এবছরও একাধিক পুজো কমিটি বিভিন্ন থিম বানিয়ে সকলকে চমকে দিয়েছে। তবে আপনি যদি কলকাতায় বসে সুদূর দক্ষিণ ভারত উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার ঢুঁ মারতে হবে আটলান্টা ক্লাবের পুজো কমিটিতে। এবারে তাঁদের থিমের নাম 'দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারত'। হ্যাঁ এমনই এক অভিনব থিম তৈরি করে সকলকে চমকে দিয়েছে আটলান্টা ক্লাব। জানা গিয়েছে, প্যান্ডলটির উচ্চতা প্রায় ১০০ ফুট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us