এবার কংগ্রেস ছাড়তে পারেন বব্বর শের

author-image
Harmeet
New Update
এবার কংগ্রেস ছাড়তে পারেন  বব্বর শের

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ২০২৪ সালের লোকসভা ভোটের মুখে ফের একবার ধাক্কা খেতে পারে কংগ্রেস শিবির। জানা গিয়েছে, এবার পীরজাদা মোহাম্মদ শফী ওরফে বব্বর শের কংগ্রেস থেকে পদত্যাগ করতে পারেন এবং গুলাম নবি আজাদের গ্রুপে যোগ দিতে পারেন। উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে চলতি মাসের শুরুতে এক সপ্তাহব্যাপী জনসংযোগ অভিযান চালানোর পর এবার গুলাম নবি আজাদ তাঁর নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন। সেই সূত্রেই রবিবার চারদিনের জম্মু ও কাশ্মীর সফরে জম্মু পৌঁছন তিনি বলে খবর।