New Update
/anm-bengali/media/post_banners/Z2yFcNuAuW3yi0Tz7AbF.jpg)
নিজস্ব প্রতিনিধি: আজ আগরতলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠকের জন্য একটি হোটেলের ব্যাঙ্কোয়েট ভাড়া নেওয়া হয়। সেথানে পৌঁছন ডেরেক ওব্রায়েন। আসার কথা রয়েছে ব্রাত্য বসু ও মলয় ঘটকের। আজ পৌঁছতে পারেন কাকলি ঘোষ দস্তিদার। তার আগেই হোটেলে হানা দেয় পুলিশ। তারা হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে চান, কারা ভাড়া নিয়েছেন, কী কর্মসূচি রয়েছে, কতজন থাকবেন প্রভৃতি। হোটেল কর্তৃপক্ষের কাছে নথি চাওয়া হয়েছে। জানানো হয়েছে, পুলিশ অনুমতি না দেওয়া পর্যন্ত ভাড়া দেওয়া যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us