New Update
/anm-bengali/media/post_banners/Zk3p08TE6NwHdFWoz3xK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ন্র্যান্ডন ম্যাকমুলেনকে। রাখা হয়েছে অভিজ্ঞ দুই পেসারকে। জশ ডেভি এবং ব্র্যাড হুইল রয়েছেন স্কটল্যান্ডের স্কোয়াডে।
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সি, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুয়েল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স, ক্রেইগ ওয়ালেস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us