কয়েক রাউন্ড গুলি, ইনসাস রাইফেল সহ নিখোঁজ অখিলেশ

author-image
Harmeet
New Update
কয়েক রাউন্ড গুলি, ইনসাস রাইফেল সহ নিখোঁজ অখিলেশ



নিজস্ব সংবাদদাতাঃ

উৎসবের আবহে মালদা সীমান্ত শোরগোল। জানা গিয়েছে, মালদার হবিবপুর-বামনগোলে সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান রাইফেল সহ উধাও হয়ে গিয়েছে। উধাও হয়ে গিয়েছে একটি ইনসাস রাইফেল, ২টি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি।













 ইতিমধ্যে ওই নিখোঁজ জওয়ানের খোঁজ চলছে বলে খবর। বিএসএফ সূত্রে খবর, ওই নিখোঁজ জওয়ানের নাম অখিলেশ কুমার। সে কানপুরের বাসিন্দা