New Update
/anm-bengali/media/post_banners/y8lp1jfZ95Hr44RYeLGF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন টি২০ বিশ্বকাপের আগে ভারতের স্কোয়াড নিয়ে কাটাছেঁড়া চলছেই। হর্ষল প্যাটেলকে দলে রাখা কতোটা যুক্তিসঙ্গত সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন হর্ষল।
আর দুটিতেই প্রচুর রান উপহার দিয়েছেন তিনি। কোনও উইকেটও নিতে পারেননি। এর পরেই তাঁকে বিশ্বকাপে খেলানো ব্যাপারে ক্রিকেট বোদ্ধাদের মনে দেখা দিয়েছে সংশয়। প্যাটেলের বদলে অনেকে মহম্মদ শামি, আভেস খান, দীপক চাহরদের পক্ষে মত প্রকাশ করেছেন। শামিকে মূল দলে না দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন আগে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us