New Update
/anm-bengali/media/post_banners/9OC3zUEZCDmb7e7DZ8Et.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের হয়ে ওপেন করতে নেমে শতরান করেছেন বিরাট কোহলি। চলতি বছরের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রানের খরা কাটিয়ে করেছিলেন শতরান।
এরপরেই ক্রিকেট প্রেমীদের কেউ কেউ বলছেন, লোকেশ রাহুলের বদলে বিরাটকে দিয়েই ওপেন করার দল। এ ব্যাপারে রবি শাস্ত্রীর বক্তব্য কী? তিনি বলেছেন, "আমি এটা চাই না। আমি রাহুল ও রোহিতকে চাইব। শুধুমাত্র যদি জরুরি অবস্থা থাকে বা চোট সমস্যা থাকে তবেই ঠিক আছে।
অন্যথায় আমি মনে করি যে লোয়ার মিডল অর্ডার এবং অভিজ্ঞতা, বিশেষ করে অস্ট্রেলিয়ান কন্ডিশনে সেই গভীরতা থাকা দরকার যেখানে একজন ফাস্ট বোলার হিসাবে আপনি মাঝের ওভারে হারাতে পারেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us