নিজস্ব সংবাদদাতা : সমনেই নবরাত্রি। উৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে। নয়দিন ব্যাপী উৎসবটি ডান্ডিয়া এবং গরবা ছাড়া অসম্পূর্ণ।সম্প্রতি, রাজস্থানের উদয়পুরে একদল পুরুষ ও মহিলাকে একটি সুইমিং পুলের ভিতরে গরবা করতে দেখা গেছে। ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে লাইক করলেও অনেকে আবার প্রশ্ন তুলেছেন, সুইমিং পুলে গরবা কেন? একজন নেটিজেন আবার বলেছেন,"আমরা আমাদের ঐতিহ্যবাহী গরবা হারিয়ে ফেলেছি শীঘ্রই তারা চাঁদে অনুশীলন করবে আমার ধারণা।" অনেকেই বলেছেন যে লোকের দৃষ্টি আকর্,ণ করতেই সুইমিং পুলে নেমেছেন তারা।