New Update
/anm-bengali/media/post_banners/L8N9JEIkbJrt2B87yqei.jpg)
নিজস্ব সংবাদদাতা: অমিত শাহ গুজরাটে জঙ্গলরাজ চালাতো বলে দাবি করেছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব।
তিনি বলেন, "অমিত শাহ বিরক্ত হচ্ছেন। সেখান থেকে (বিহার) তাঁর সরকার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ২০২৪ সালেও একই ঘটনা ঘটতে চলেছে। তাই, তিনি ছুটে চলেছেন এবং বলছেন জঙ্গলরাজ' চলছে। গুজরাটে থাকাকালীন তিনি কী করতেন? তিনি যখন গুজরাটে ছিলেন তখন সেখানে জঙ্গলরাজ ছিল"।
উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে আরও শক্তিশালী দল গঠন করতে কংগ্রেসের সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছেন লালু প্রসাদ যাদব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us