'বিরোধীদের একত্রিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি'

author-image
Harmeet
New Update
'বিরোধীদের একত্রিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি'



নিজস্ব সংবাদদাতা: বিহারে মোদির হাত ছেড়ে লালু প্রাসাদ যাদবের হাত ধরেছেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদির বিরুদ্ধে জয় পেতে এবার কংগ্রেসকেও একজোটে আনতে চাইছেন নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব। 

lalu prasad wrote script for government change in bihar after meeting nitish  kumar ans | नीतीश कुमार और लालू यादव की मुलाकात के 30 दिन बाद बिहार में बदल  गई सत्ता, क्या

ইতিমধ্যেই দুই নেতা দিল্লিতে পৌঁছেছেন। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাদের। এই বিষয়ে লালু প্রসাদ যাদব বলেন, "নীতীশ কুমার এবং আমি সোনিয়া গান্ধীর সাথে দেখা করব। আমরা বিরোধীদের একত্রিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি"।

Lalu and Nitish: Friends? Enemies? No, they are the ultimate frenemies -  India News