বাবা-মায়ের অশান্তির মাঝে গুলিবিদ্ধ নাবালিকা

author-image
Harmeet
New Update
বাবা-মায়ের অশান্তির মাঝে গুলিবিদ্ধ নাবালিকা

নিজস্ব সংবাদদাতা : বাবার চালানো বন্দুকে গুলিবিদ্ধ মেয়ে। ঘটনাটি ঘটেছে পুনের নারহে এলাকায়। বছর আটের ওই নাবালিকা গুরুতর জখম হয়েছে। বাবা-মায়ের মধ্যে অশান্তি চলছিল। সেই সময় তার বাবা বন্দুক চালালে ঘটনাটি ঘটে। 




জানা যায়, নবালিকার বাবা একজন রিয়েল-এস্টেট ব্যবসায়ী। তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। জখম ওই নাবালিকা ভর্তি হাসপাতালে। শনিবর সকালে তার অস্ত্রোপচার হয়। অবস্থা আশঙ্কাজনক।