New Update
/anm-bengali/media/post_banners/gkaWxgS2iFwxtGR0HnjS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলায় নয়া মোড়। ঋষিকেশের ভানতারা রিসর্টে বুলডোজার চালানো হয়েছে। বিজেপি বিধায়ক রেণু বিষ্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এদিকে উত্তরাখণ্ডের ঋষিকেশে ভানতারা রিসর্টে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। রিসর্টটির মালিক বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য। খুনের ঘটনায় পুলকিত-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us