নিজস্ব সসংবাদদাতাঃ মহালয়ার তর্পণ চলার কারণে বাবুঘাট-সহ গঙ্গা সংলগ্ন অন্যত্র রেল লাইনে ভিড় থাকবে। তাই আগামী রবিবার চক্ররেলের একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং সংক্ষিপ্ত করা হল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বি়জ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছ'জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে সেগুলিকে কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে। ট্রেনগুলি ওই দিনের জন্য কলকাতা স্টেশনে এসেই থামবে। একই ভাবে তিন জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে শিয়ালদহ উত্তর স্টেশন পর্যন্ত করা হয়েছে।