ইউএনজিএ-র ফাঁকে জার্মান এবং গ্রীসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর

author-image
Harmeet
New Update
ইউএনজিএ-র ফাঁকে জার্মান এবং গ্রীসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর

নিজস্ব সংবাদদাতাঃ  নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলমান ৭৭তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই মন্ত্রী ইউক্রেন নিয়ে মতবিনিময় করেন এবং জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, 'জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। ইউক্রেন এবং জাতিসংঘের সংস্কার সম্পর্কে দরকারী মতবিনিময়"।



এছাড়া জয়শঙ্কর গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ভূমধ্যসাগর ও ইন্দো-প্যাসিফিকের পাশাপাশি ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন। এস জয়শঙ্কর টুইট বার্তায় বলেন, 'গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াসের সঙ্গে দেখা করা সব সময় উপভোগের। ইউক্রেন সংঘাত, ভূমধ্যসাগরীয় ও ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে।'