নিজস্ব সংবাদদাতাঃ একটি ট্রাককে 'ওভারটেক' করতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গেল ৬ মাসের ছোট্ট শিশু। বাইকে মায়ের কোল থেকে চিটকে পড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাকায় ধাক্কা লাগে শিশুটির। ঘটনাস্থলে মায়ের সামনেই মৃত্যু হয় ৬ মাসের ছোট্ট শিশুর। পুণের রাজগুরুনগরের মানুষ এমনই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হন। যেখানে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার ধাক্কায় মৃত্যু হয় একরত্তির। সিসিটিভি ফুটেজে এমন ভিডিও ধরা পড়তেই চোখে জল মানুষের। ​