New Update
/anm-bengali/media/post_banners/Tiy3OOTcGAdCeR2ZRNDW.jpg)
নিজস্ব সংবাদদাতা- পুজোর আনন্দ উপভোগ করতে কে না চায়, তাই পুজোর জন্য় সবরকম ব্যবস্থাও করে রাখতে হয়। এবারের পুজোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অনেকদিন ধরেই আবহাওয়া দপ্তর তার নির্দেশ দিয়ে চলেছে।
​
তাই বৃষ্টির কথা মাথায় রেখেই দূর্গাপুজোর মন্ডপ নির্মাণও চলছে সেই মত। তার ব্যতিক্রম হয়নি নলিন সরকার স্ট্রিটের পুজোতেও। তাদের মন্ডপটি উন্মুক্ত নয়. দর্শনার্থীরা মন্ডপ দর্শনে এলে বৃষ্টিতেও কোনো অসুবিধা হবে না।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us