নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ নয়, শান্তি চাই। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে ফের একবার এই বার্তাই দিল ভারত। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ফের একবার জটিল হতেই একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সেই দেশগুলোর মধ্যে অন্যতম। বৃহস্পতিবারও রাষ্ট্রসঙ্ঘে ভারতের তরফে অবিলম্বে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ করার স্বপক্ষেই জোরাল সওয়াল করা হয়। মার্কিন সফরে যাওয়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই অধিবেশনে যোগ দিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত উদ্বেগের বিষয়।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। যুদ্ধের জেরে যেভাবে খাদ্যশস্য, জ্বালানির দাম বাড়ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। ভারত চায়, অবিলম্বে যুদ্ধ থামিয়ে যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজা হয়। স্পষ্টতই সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয়।”