৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ

author-image
Harmeet
New Update
৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ

নিজস্ব সংবাদদাতা : উয়েফা নেশন্স লিগে ছিল এক ঝাঁক ম্যাচ। যার মধ্যে অন্যতম হয়ে রইল তুর্কি বনাম লুক্সেমবার্গের ম্যাচ। খেলার ফলাফল ৩-৩। ইস্তানবুলে হয়েছে খেলা। ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল লুক্সেমবার্গ। যার মিনিট তিনেক পরেই গোল শোধ করে তুর্কি। তুর্কির তিনটি গোলের মধ্যে একটি আত্মঘাতী। ডিফেন্সে ভুল না করলে বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতো লুক্সেমবার্গ।