New Update
/anm-bengali/media/post_banners/cHGBn6dmFlWTAjxqy6zl.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে লিগের দলগুলো। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে মুম্বই সিটি ফুটবল ক্লাবের অন্দরে আত্মবিশ্বাস যোগাচ্ছে ডুরান্ড কাপ। কারণ এই টুর্নামেন্টে দলের অনেকে গোল পেয়েছেন। গোল পাওয়াটাই ফুটবলের বড় কথা। অপুইয়া, চাঙতে, গ্রেগ স্টুয়ার্ট সহ অনেকেই গোল পেয়েছেন এই টুর্নামেন্টে।
First goals are always special! 💙
Apuia, Lz Chhangte, Greg Stewart and Jorge Pereyra Díaz added their names to the illustrious list of goalscorers for #TheIslanders during our Durand Cup campaign 🙌#MumbaiCity#AamchiCity 🔵 pic.twitter.com/d1FOjpDITx— Mumbai City FC (@MumbaiCityFC) September 22, 2022