New Update
/anm-bengali/media/post_banners/Hugw3eqpFcZgOHx40Re1.jpg)
নিজস্ব সংবাদদাতা : হাতে বেশি সময় নেই। পুজোর প্রস্তুতি তুঙ্গে। তারপরই দুর্গা পুজো। আনন্দ উল্লাসে মাতবে আপামোর বাঙালি। তা বলে ভুলে গেলে চলবে না পরিবেশ দূষণের কথা। এবছর দূষণ থেকে বাঁচতে দেবী দুর্গার কাছে প্লাস্টিক নামক অসুর বধের আর্জি রাজডাঙা নব উদয় সংঘের।
থিম অশনি সংকেতের মাধ্যমে পরিবেশ দূষণ ও সচেতনার পাঠ পড়াবে তারা। থিমের সঙ্গে সাযুজ্য রেখে করা হয়েছে পরিবেশ বান্ধব মণ্ডপ। প্রতিমার গহনা, শাড়ি সবটাতেই ব্যবহৃত হচ্ছে জুট। মণ্ডপ ও প্রতিমা সজ্জার কাজে চলছে ফাইনাল টাচ। গহনার কাজ একটু বাকি থাকলেও তা শেষের পথে। পুজোর উদ্বোধন চতুর্থীতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us