ফিনল্যান্ড-রাশিয়া সীমান্ত পার হওয়া মানুষের সংখ্যা বেড়েছেঃ ফিনল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনী

author-image
Harmeet
New Update
ফিনল্যান্ড-রাশিয়া সীমান্ত পার হওয়া মানুষের সংখ্যা বেড়েছেঃ ফিনল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ  ফিনল্যান্ডের কর্মকর্তাদের মতে, বুধবার ক্রেমলিনের আংশিক সমাবেশের ঘোষণার পরে ফিনল্যান্ড-রাশিয়া সীমান্তের ওপারে যান চলাচল রাতারাতি তীব্র হয়ে ওঠে। প্রায় ৪,৮২৪ জন রাশিয়ান বুধবার দেশটির পূর্ব সীমান্ত দিয়ে ফিনল্যান্ডে পৌঁছেছেন। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর আন্তর্জাতিক বিষয়ক প্রধান মাত্তি পিটকানিটি এক টুইট বার্তায় বলেছেন, গত সপ্তাহের একই দিনের তুলনায় ১,৬৯১ জন বৃদ্ধি পেয়েছে। যাই হোক, পিটকানিটি অব্যাহত রেখেছিলেন যে বুধবার সীমান্ত অতিক্রম করা মানুষের সংখ্যা স্বাভাবিক সপ্তাহান্তের তুলনায় কম ছিল। দক্ষিণ-পূর্ব ফিনল্যান্ডের বর্ডার গার্ড বৃহস্পতিবার একটি টুইটে যোগ করেছে সকাল থেকে সীমান্ত ট্র্যাফিক ব্যস্ত রয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্টি কাইকোনেন বলেন, 'ফিনল্যান্ড রাশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।'