দেখুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'Manto'র অদেখা ট্রেলার

author-image
Harmeet
New Update
দেখুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'Manto'র অদেখা ট্রেলার

নিজস্ব প্রতিনিধি-বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চার বছর পূর্ণ করল ছবি 'Manto' সিনেমার একটি অদেখা ট্রেলার শেয়ার করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।




ট্রেলারের পাশাপাশি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'এমন একটি ছবি যা আমার হৃদয়ের খুব কাছে থাকবে চিরকাল। #manto আজ চার বছর পূর্ণ হলো।আমি আপনাদের সকলের সঙ্গে একটি ট্রেলার শেয়ার করতে চাই যা কখনো বড় আকারে প্রকাশ পায়নি।