বার বার দুধ ফুটিয়ে খাওয়া কি উচিৎ?

author-image
Harmeet
New Update
বার বার দুধ ফুটিয়ে খাওয়া কি উচিৎ?

নিজস্ব সংবাদদাতাঃ  প্যাকেটের দুধ ‘প্যাশ্চারাইজ’ করাই থাকে। বা সহজ ভাষায় বললে, যতটা ফুটালে ব্যাকটিরিয়া মরে যায়, ততটা তাপমাত্রা পর্যন্ত ফোটানোই হয়। তারপরেই বিক্রি করা হয়। বিশেষ করে টেট্রা প্যাকে যে দুধ বিক্রি হয়, সেগুলি ফোটানোর কোনও প্রয়োজন নেই। সিল না খোলা পর্যন্ত আপনি বাইরেই রাখতে পারবেন। খারাপ হওয়া ভয়ও নেই। তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী এক দুধ ২-৩ বারের বেশি ফোটানো উচিত নয়। তার মধ্যেই শেষ করে ফেলা ভাল।



Indian Kitchen Tips: Sure Shot Ways To Prevent Hot Milk From Sticking To  The Pan - NDTV Food