নিজস্ব সংবাদদাতা: ঐতিহ্যবাহী খেজুরি জনপদে অন্যতম গুরুত্বপূর্ণ দেশের প্রথম ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য হেরিটেজ কমিশন। রাজ্যের অন্যান্য প্রাচীন নিদর্শনের মতো এবার থেকে আড়াইশো বছরের প্রাচীন এই স্থাপত্যের সামনেও বসবে নীল ফলক। সম্প্রতি এ ব্যাপারে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চলতি বছরের ২১ জুন খেজুরি জুড়ে ছড়িয়ে - থাকা একাধিক প্রাচীন স্থাপত্যের ওপর সমীক্ষা চালান হয়েছিল। সেই সমীক্ষা শেষে প্রাচীন ডাকঘরকে তালিকাভুক্ত করে সেটিকে হেরিটেজ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।