রাস্তা যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

author-image
Harmeet
New Update
রাস্তা যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা থেকে কুমারডিহি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তাটি কুমার ডিহি থেকে উখড়া হয়ে অন্ডাল যাওয়ার প্রধান রাস্তা । গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে প্রতি নিহত যাতায়াত করে হাজার হাজার গাড়ি, স্কুলের ছাত্র-ছাত্রীরা । জানা যায়, এই রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কিন্তু এই রাস্তার উপর দিয়েই ইসিএল এর পরিবহনের ভারি ভারি গাড়ি অনবরত যাতায়াত করে । আর সে কারণেই দিনে দিনে ভেঙেছে রাস্তা । এই রাস্তাটি মেরামত ইসিএল কর্তৃপক্ষই করে থাকে । বেহাল এই রাস্তার সারাইয়ের দাবিতে চলতি মাসের ১৩ তারিখে স্থানীয় মানুষজন ও তৃণমূল নেতৃত্ব ইসিএল এর পরিবহন আটকে বিক্ষোভ দেখায় । সেই মুহূর্তে ইসিএল আধিকারিকরা আগামী সাতদিনে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে । কিন্তু 'ইসিএল শুধু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয় না,' এমনটাই বলছেন স্থানীয়দের একাংশ । ইসিএল এর দেওয়া আশ্বাস মতো সাত দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও রাস্তা মেরামতের কোন চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না । একে খানাখন্দে ভরেছে রাস্তা তার ওপর বৃষ্টি হলে তো কথাই নেই । এই রাস্তা রূপ নেয় নদীর । আর এই রাস্তারূপী নদীটি পার করতেই ঘটছে বিপদ। বাইক আরোহী থেকে শুরু করে টোটো চালকরা এই রাস্তায় এই গাড়ি নিয়ে বিপদে পড়েননি এমন দৃষ্টান্ত খুব কম । কিন্তু সাধারণ মানুষের হাতে কিছু নেই, সব দেখেও প্রশাসন উদাসীন । বর্তমানে স্থানীয়দের একাংশের প্রশ্ন, কবে হবে এই রাস্তার সংস্কারের কাজ ?