ʼআন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করবে আফ্রিকাʼ, বলেন ম্যাকি সাল

author-image
Harmeet
New Update
ʼআন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করবে আফ্রিকাʼ, বলেন ম্যাকি সাল

নিজস্ব সংবাদদাতা:  এইউ চেয়ারপার্সন ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেন, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আফ্রিকাকে অবশ্যই বৃহত্তর ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার স্যাল বলেন, আফ্রিকা ইতিহাসের বোঝা বহন করেছে এবং স্থিতিশীলতা ও সুযোগের মেরু হতে চায়।