নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এখানেই ইকুয়েডরের রাষ্ট্রপতি গুইলারমো লাসো বিপজ্জনক পরিস্থিতিতে পালিয়ে আসা ভেনিজুয়েলার উদ্বাস্তুদের সাহায্য করার জন্য জাতিসংঘের দেশগুলোর প্রতি তাদের মিশন সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন, লাসো তার দেশকে একটি "ট্রানজিট কান্ট্রি" বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন তার দেশ ভেনিজুয়েলার সর্বদা অভিবাসীদের স্বাগত জানায়।