রাশিয়া নির্লজ্জভাবে জাতিসংঘের সনদের মূল নীতি লঙ্ঘন করেছে: বাইডেন

author-image
Harmeet
New Update
রাশিয়া নির্লজ্জভাবে জাতিসংঘের সনদের মূল নীতি লঙ্ঘন করেছে: বাইডেন



নিজস্ব সংবাদদাতা: পুতিনের পারমাণবিক হামলার হুমকির পর পুতিনের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ উগরে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি জানান, ইউক্রেনকে আক্রমণ করে রাশিয়া নির্লজ্জভাবে জাতিসংঘের সনদের মূল নীতি লঙ্ঘন করেছে। 

Russia-Ukraine war: List of key events, day 202 | Russia-Ukraine war News |  Al Jazeera

তিনি বলেন, "জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একজন বিশিষ্ট সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করেছে। একটি সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। রাশিয়া নির্লজ্জভাবে জাতিসংঘের সনদের মূল নীতি লঙ্ঘন করেছে"।

Russia-Ukraine War: Putin Declares Partial Military Mobilization - The New  York Times